বড়লেখায় ইয়াং স্টার এসোসিয়েশনের লাইটিং কর্মসূচি
আবু তাহের লিপু ,বড়লেখা
- আপডেট সময় : ০৬:২০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / 1555
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের নিজ বাহাদুরপুর ইয়াং স্টার এসোসিয়েশন এর উদ্যোগে লাইট লাগানো কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসাবে নিজ বাহাদুরপুর গ্রামের রাস্তার ৩০টি পয়েন্টে লাইট লাগানোর কাজ ১০ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে নির্ধারিত সবগুলো পয়েন্টে লাইট লাগানো শেষ হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
লাইট লাগানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়াং স্টার এসোসিয়েশন এর সভাপতি আলী আহমদ,সাধারণ সম্পাদক মো.সাদিকুর রহমান,কোষাধ্যক্ষ মহসিনুল ইসলাম,উপদেষ্টা ডাক্তার মো.ইকবাল হোসাইন সহ সংগঠনের সকল সদস্যরা।
এছাড়া গ্রামের যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন সিপান আহমদ,শরিফুল ইসলাম বাবলু,বদরুল আলম উজ্জ্বল ,আবুতাহের লিপু সহ অন্যানরা।
উদ্যোক্তারা বলেছেন, আমাদের লক্ষ্য গ্রামের গুরুত্বপূর্ণ অন্ধকার সড়কগুলোকে এই কর্মসূচির মধ্যে নিয়ে আসা। যাতে করে গ্রামের মধ্যে রাতের অন্ধকারে মানুষ আলোকিত পথে চলতে পারেন এবং গ্রামে চুরি ডাকাতি দূর হয়।আমাদের সমাজ আমাদেরই হাতে সুন্দর হবে এবং আমাদের প্রচেষ্টা আর আপনাদের সহযোগিতা, দোয়া আর আন্তরিক ভালোবাসা কামনা করছি।





















