­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

বাংলাদেশী যাত্রীদের রোম বিমানবন্দরে নামতে দেয়া হয় নি, ফিরতে হচ্ছে দেশে



বাংলাদেশ থেকে ছেড়ে আসা কাতার এয়ারলাইন্সে বাংলাদেশী যাত্রীদের রোম বিমানবন্দরে নামতে দেয় নি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরে পাঁচ নম্বর টার্মিনালে বারোটা বিশে এসে পৌঁছায়।

বিমানের বাংলাদেশী যাত্রীদের দোহা অথবা ঢাকায় পাঠানো  হয়। ইতালির স্বাস্থ্য বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে- কাতার এয়ারওয়েজের ওই বিমানের ১২৫ জন বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবে না। এমনকি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও তারা নামতে পারবে না। তবে জরুরি মেডিক্যাল সেবার দরকার হলে বিমান থেকে নামার অনুমতি পাবেন তারা।

কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। তবে বিমানটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর প্রবেশ করার অনুমতি পেয়েছে।

এছাড়া ১২৫ জন বাংলাদেশি যাত্রীর মধ্যে ইতালিয়ান পাসপোর্টধারী ১৩ জন যাত্রী কে রেখে বাকী ১১২ জন যাত্রীকে কাতার এয়ারলাইন্সে বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে । এদের মধ্যে একজন অসুস্থ বাংলাদেশী নারী ছিল, তাকে ইতালি সরকার প্রবেশের অনুমতি দেন। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ করা যেতে পারে আজ (৮ জুলাই) ইতালির মৃত্যু সংখ্যা ১৫ জন এবং আক্রান্ত সংখ্যা ১৯৩ জন ।এছাড়া লাচ্চিওতে করোনাভাইরাসে মোট ১৪ জন আক্রান্তের মধ্যে ৭ জনই বাংলাদেশী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন