৫২বাংলাটিভি গত তিন বছর থেকে যুক্তরাজ্য থেকে প্রচারিত হয়ে আসছে।৫২বাংলাটিভিডটকম পোর্টাল, ৫২বাংলা অনলাইন টিভি ও ইউটিউব চ্যানেল পৃথিবীর দেশে দেশে বাংলা ভাষা- ভাষি মানুষের কাছে একটা পরিচিত নাম। এ গণমাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের অন্তত ৫০জন সংবাদকর্মী কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন।
মধ্যপ্রাচ্যে ৫২বাংলাটিভির আছে মজবুত ভিত। আমিরাতে আছেন ৫২বাংলাটিভি’র লাখ লাখ দর্শক এবং পাঠক। আমরা আমাদের পাঠক-দর্শকদের অবহিত করতে আমিরাতের ৫২বাংলাটিভি’র নতুন টিম ঘোষনা করলাম। নতুন টীমে আছেন মাছুম চৌধুরী, মো. ফয়জুর রহমান, মো. সারোয়ার উদ্দিন রনি ইমরান আহমদ ও রুবেল আহমদ শিপলু।
৫২বাংলাটিভি আবারও ঘোষনা করছে যে, গত ৩০ এপ্রিল থেকে দুবাইর পুরনো টীমের সাথে যুক্তরাজ্য থেকে প্রচারিত ৫২বাংলাটিভির কোন সম্পর্ক নেই। প্রসঙ্গত উল্লেখ্য, আরব আমিরাতের সংবাদকর্মী হিসেবে ইতিপূর্বে সংশ্লিষ্ট লুৎফুর রহমান, তিশা সেন, আমিনুল ইসলাম এবং জাবেদ আহমদের সাথে গত ৩০ এপ্রিল থেকে ৫২বাংলা টিভির কোন সম্পর্ক নেই।
এছাড়া একই সময়ে লন্ডন প্রতিনিধি হিসেবে ভলান্টারী কাজ করা এম জামানকেও ৫২বাংলাটিভি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ৫২বাংলাটিভির সাথে একই সময় থেকে তাঁরও কোন সম্পর্ক নেই।
যুক্তরাজ্য থেকে ৫২বাংলা টিভি নামে প্রচারিত গণমাধ্যমের কোটি কোটি সম্মানীত পাঠক-দর্শক-শুভানুধ্যায়ীদের এ নাম নিয়ে বিভ্রান্তিতে না পড়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে।