­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

বাংলাদেশে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়ালো



গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৯৪৬ টি। দেশের ৭৩ টি ল্যাবের মধ্যে মোট ৬৮টি ল্যাবের ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। নতুন করে ১ হাজার ৯০৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭২ হাজার ৬২৫ জন।

রবিবার (৫ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ১৮ জন। দেশে এখন মৃত্যুহার ১.২৬ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ১৯.৫৭ শতাংশ এবং সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ।

প্রতিদিনের করোনা আপডেট জানানোর আগে মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রতি জোড় দেয়া হয়। করোনার কারণে অর্থিক সংকটে অনেকে চিন্তি থাকছেন বলে মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে। নিয়মিত ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেয়া হয়। অবসর সময়ে বাগান করা বা পশু পালন করলে মানসিক চাপ কমে বলে জানানো হয়। তাছাড়া রান্না করলে মানসিক চাপ কমে। সৃষ্টিশীল কাজ ও বিনোদন বা ছবিঁ আঁকা মুভি দেখার কথা বলা হয়। নারীদের প্রতি সংবেদনশীল হতে আহ্বান জানানো হয়। শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির বিষয়টি খেয়াল রাখতে বলা হয়। তাছাড়া ধুপমান পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

গতকালে মোট মৃত্যু হয়েছিল ২৯ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ২৮৮জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন