­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

বার্সেলোনায় একদিনের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত



ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে করোনা আক্রান্ত দেশ স্পেন নিজেদের অনেকটা সামলে দিয়েছে, স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করে আবারও সুযোগ করে দিয়েছে বিভিন্ন খেলাধুলার।দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সুযোগটি কাজে লাগিয়ে এবারও বার্সেলোনার বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব আয়োজন করে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।

বার্সেলোনার কাম্পো দে মনজুইকে ৩০শে জুন অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠিত টুর্নামেন্টে ক্লাব সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ।ইয়ং ষ্টার, সেভেন ষ্টার, সান রাইজ এবং বাংলা টাইগার এই চার টিমের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ন খেলায় রানার্স-আপ হয়েছে ইয়ং ষ্টার এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে সেভেন ষ্টার।
দু’পর্বের উদ্ভোধনী পর্বে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব সভাপতি আশরাফ হোসেন মামুনের উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে পরিচয় সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট উদ্ভোধক ক্লাব উপদেষ্ঠা এবং কাসা ই কুইনার সত্ত্বাধিকারী এইচ এম রাসেল হাওলাদার, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহীদ, স্পেন বাংলা প্রেসক্লাব সদস্য মো. ছালাহ উদ্দিন, ফয়সল আহমদ, এ আর লিটু, আজমল আলী, রিয়াদ হাওলাদার প্রমুখ। চ্যাম্পিয়ন সেভেন ষ্টারের পক্ষে মশিউর রহমান এবং রানার্স-আপ ইয়ং ষ্টারের পক্ষে শাকিল আহমেদ পুরষ্কার গ্রহন করেন।

একই দিন শেষ পর্ব পূরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় মধুর কেন্টিনে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মির রাজনের পরিচালনায় উপস্থিত থেকে পূরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি এইচ এম রাসেল হাওলাদার, নুরুল ওয়াহীদ, শফিক খান, ভয়েস অব বার্সেলোনার সদস্য, অংশগ্রহণকারী খেলুয়াড় সহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষাংশে নৈশ ভোজেরও আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন