ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মহিলা সমাবেশ’ স্থগিত করল জামায়াত, কারণ কী? ‘নবীগঞ্জের ইতিকথা’র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’

আন্দোলনের মুখে পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম শিথিল করল রোম দূতাবাস

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / 2047
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইতালির রোম দূতাবাসের অ্যাপোয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট আবেদনের নিয়ম থেকে সরে আসায় আন্দোলনের নামে কমিউনিটির নেতারা। দালাল চক্রের বিরুদ্ধে গর্জে ওঠে রোম প্রবাসী বাংলাদেশিরা। ফলে, রোম দূতাবাস পাসপোর্ট জমা দেওয়ার বিধান সহজ করতে বাধ্য হয়।
২৫ জুন প্রকাশ করে নতুন নিয়ম কানুন। কমিউনিটির নেতারা বলছেন, এটা তাদের আন্দোলনের ফসল এবং প্রাথমিক বিজয়। এতে করে দালালচক্রের অপকর্ম অনেকটাই বন্ধ হতে পারে।
বেশ কয়েক বছর ধরে ইতালির রোম দূতাবাসে একটি সিন্ডিকেট দালালের মাধ্যমে পাসপোর্ট এবং সার্টিফিকেট প্রধান ভুমিকা রেখে আসছিল। সাধারণ অভিবাসীরা বঞ্চিত হচ্ছিল বৈধ সুযোগ থেকে। দালাল চক্রটি দূতাবাসকে জিম্মি করে একক আধিপত্য বিস্তার করেছিল। অর্থের বিনিময়ে তারা যে কোন অবৈধ কাজ কেউ বৈধ করে নিত।
এসবে দিনদিন ক্ষুব্দ হয়ে ওঠে প্রবাসীরা। এগিয়ে আসে কমিউনিটির নেতারা। তীব্র আন্দোলনের মুখে দূতাবাস কর্তৃপক্ষ বাধ্য হয় নিয়ম কারণ সহজ করতে। মূলধারা টেলিভিশন এবং সংবাদমাধ্যমে দূতাবাসের দুর্নীতি দালালি এবং বিক্ষোভ কর্মসূচি সংবাদ প্রচার হওয়ার পর বাধ্য হয় দূতাবাস নিয়ম কারণ সহজ করতে। কর্তৃপক্ষ দালালদের দৌরাত্ম্য কমাতেও বাধ্য হচ্ছে এখন।
এদিকে বর্তমানে দূতাবাসর সকল কার্মকান্ডে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে।
পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে-
১) পুরাতন পাসপোর্টের ফটোকপি।
২) অনলাইনে ভেরিফাইযোগ্য জন্মনিবন্ধন কপি।
৩) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪) অনলাইনে পূরণকৃত পাসপোর্টের আবেদন ফরম।
৫) সৌজর্ন থাকলে তার কপি।
৬) পুরাতন পাসপোর্টের কপি না থাকলেঃ অনলাইনে ভেরিফাইযোগ্য ভোটার আইডি কার্ডের কপি / অনলাইনে ভেরিফাইযোগ্য বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতৃক প্রদত্ত প্রত্যায়নপত্র।
৭) ৫ বছরের বেশি বয়স পরিবর্তন ক্ষেত্রে পাসপোর্ট প্রাপ্তির নিশ্চয়তা নির্ভর করবে পাসপোর্ট অধিদপ্তর সিদ্ধান্তের উপর। এক্ষেত্রে দূতাবাস দায়ী থাকবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনের মুখে পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম শিথিল করল রোম দূতাবাস

আপডেট সময় : ০২:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
ইতালির রোম দূতাবাসের অ্যাপোয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট আবেদনের নিয়ম থেকে সরে আসায় আন্দোলনের নামে কমিউনিটির নেতারা। দালাল চক্রের বিরুদ্ধে গর্জে ওঠে রোম প্রবাসী বাংলাদেশিরা। ফলে, রোম দূতাবাস পাসপোর্ট জমা দেওয়ার বিধান সহজ করতে বাধ্য হয়।
২৫ জুন প্রকাশ করে নতুন নিয়ম কানুন। কমিউনিটির নেতারা বলছেন, এটা তাদের আন্দোলনের ফসল এবং প্রাথমিক বিজয়। এতে করে দালালচক্রের অপকর্ম অনেকটাই বন্ধ হতে পারে।
বেশ কয়েক বছর ধরে ইতালির রোম দূতাবাসে একটি সিন্ডিকেট দালালের মাধ্যমে পাসপোর্ট এবং সার্টিফিকেট প্রধান ভুমিকা রেখে আসছিল। সাধারণ অভিবাসীরা বঞ্চিত হচ্ছিল বৈধ সুযোগ থেকে। দালাল চক্রটি দূতাবাসকে জিম্মি করে একক আধিপত্য বিস্তার করেছিল। অর্থের বিনিময়ে তারা যে কোন অবৈধ কাজ কেউ বৈধ করে নিত।
এসবে দিনদিন ক্ষুব্দ হয়ে ওঠে প্রবাসীরা। এগিয়ে আসে কমিউনিটির নেতারা। তীব্র আন্দোলনের মুখে দূতাবাস কর্তৃপক্ষ বাধ্য হয় নিয়ম কারণ সহজ করতে। মূলধারা টেলিভিশন এবং সংবাদমাধ্যমে দূতাবাসের দুর্নীতি দালালি এবং বিক্ষোভ কর্মসূচি সংবাদ প্রচার হওয়ার পর বাধ্য হয় দূতাবাস নিয়ম কারণ সহজ করতে। কর্তৃপক্ষ দালালদের দৌরাত্ম্য কমাতেও বাধ্য হচ্ছে এখন।
এদিকে বর্তমানে দূতাবাসর সকল কার্মকান্ডে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে।
পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে-
১) পুরাতন পাসপোর্টের ফটোকপি।
২) অনলাইনে ভেরিফাইযোগ্য জন্মনিবন্ধন কপি।
৩) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪) অনলাইনে পূরণকৃত পাসপোর্টের আবেদন ফরম।
৫) সৌজর্ন থাকলে তার কপি।
৬) পুরাতন পাসপোর্টের কপি না থাকলেঃ অনলাইনে ভেরিফাইযোগ্য ভোটার আইডি কার্ডের কপি / অনলাইনে ভেরিফাইযোগ্য বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতৃক প্রদত্ত প্রত্যায়নপত্র।
৭) ৫ বছরের বেশি বয়স পরিবর্তন ক্ষেত্রে পাসপোর্ট প্রাপ্তির নিশ্চয়তা নির্ভর করবে পাসপোর্ট অধিদপ্তর সিদ্ধান্তের উপর। এক্ষেত্রে দূতাবাস দায়ী থাকবে না।