ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ওসি হারুনুর রশীদ চৌধুরীর মতবিনিময়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / 1875
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো. হারুনুর রশীদ চৌধুরী। গত ২৪ জুন বুধবার সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. হারুনুর রশীদ চৌধুরী কে বদলীজনিত যোগদানের আদেশ করা হয়। এর প্রেক্ষিতে ২৫ জুন বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। সন্ধ্যা ৭টায় তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি রতন মনির চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ।
মতবিনিময়কালে ওসি হারুনুর চৌধুরী বলেন তিনি দীর্ঘ ২০ বছর থেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । মানুষকে সেবা দেওয়া হচ্ছে পুলিশের কাজ। আমি আগে যখন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে ছিলাম তখন সাংবাদিকসহ সকলের কাছ থেকে
আমি সহযোগিতা পেয়েছি। আশা করি এবারও আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশা করি।
তিনি বলেন এর আগে ২০১২ সালের ৬ আগস্ট হতে ২০১৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোলাপগঞ্জ মডেল থানা থেকে পদোন্নতি পেয়ে প্রায় দুই বছর জৈন্তা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫ সালে তিনি প্রায় ছয় মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ২বছর সুনামগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় দুই বছর জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রায় ১ বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি ২০০১ সালে প্রথম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ওসি হারুনুর রশীদ চৌধুরীর মতবিনিময়

আপডেট সময় : ০১:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো. হারুনুর রশীদ চৌধুরী। গত ২৪ জুন বুধবার সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. হারুনুর রশীদ চৌধুরী কে বদলীজনিত যোগদানের আদেশ করা হয়। এর প্রেক্ষিতে ২৫ জুন বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। সন্ধ্যা ৭টায় তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি রতন মনির চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ।
মতবিনিময়কালে ওসি হারুনুর চৌধুরী বলেন তিনি দীর্ঘ ২০ বছর থেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । মানুষকে সেবা দেওয়া হচ্ছে পুলিশের কাজ। আমি আগে যখন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে ছিলাম তখন সাংবাদিকসহ সকলের কাছ থেকে
আমি সহযোগিতা পেয়েছি। আশা করি এবারও আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশা করি।
তিনি বলেন এর আগে ২০১২ সালের ৬ আগস্ট হতে ২০১৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোলাপগঞ্জ মডেল থানা থেকে পদোন্নতি পেয়ে প্রায় দুই বছর জৈন্তা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫ সালে তিনি প্রায় ছয় মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ২বছর সুনামগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় দুই বছর জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রায় ১ বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি ২০০১ সালে প্রথম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।