ঢাকাদক্ষিন সরকারী ডিগ্রী কলেজের সাবেক জিএস আফজল হোসেন রফি আর নেই
- আপডেট সময় : ০৬:১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / 863
গোলাপগঞ্জ’র (সিলেটে) ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস গোলাপগঞ্জ উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন রফি আর নেই। আজ সোমবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাতে দত্তরাইল কেন্দ্রীয় শাহী ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত । সাবেক ছাত্রনেতা আফজল হোসেন রফির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য আফজল হোসেন রফি ১৯৯১-৯২ মেয়াদে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন এবং গোলাপগঞ্জের তেল গ্যাস নিয়ে সাইপাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
























