­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদিরের সাথে প্রবাসীদের মতবিনিময়
আয়োজক নিউ ইয়র্ক বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট




যুক্তরাষ্ট্র ভ্রমণরত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বিয়ানীবাজার   সিলেট শাখার  কমান্ডার লাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এর সম্মানে নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, যুক্তরাষ্ট্রের আয়োজনে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১৬ই সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্টিত হয়  সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী তজন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাউতা হাই স্কুল এক্স ষ্টুডেন্টস টিচার্স এন্ড প্যাট্রন অর্গানাইজেশন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ নিউ ইয়র্কস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত 

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সোসাইটি নিউ ইয়র্ক ইনক এর বর্তমান সভাপতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সামছুল আবেদীন, সমাজসেবী আব্দুল রশীদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাছিব, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদ, বিশিষ্ট সমাজসেবী সাবেক ছাত্রনেতা ইফতেখার উদ্দিন আহমদ, আব্দুল কাদির খান, কামরুল ইসলাম চুন্নু, ফায়েক আহমদ, আব্বাছ উদ্দিন আহমদ, লাভলু আহমদ, নিউ ইয়র্কস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ছরওয়ার হোসেন, নিউ জার্সি ষ্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সুহেল প্রমূখ।

অনুষ্টানের আলোচনায় বক্তাগণ বিয়ানীবাজারে একাত্তরের বীর শহীদগণ, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণার্থে মুক্তিযোদ্ধা সংসদ স্থানীয় প্রশাসনের পরিকল্পিত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান এবং এরকম যে কোন উদ্যোগে কেবলমাত্র সরকারের আর্থিক সহায়তার দিকে না চেয়ে সমন্মিত সামাজিক উদ্যোগের দিকে মনোনিবেশের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তাগণ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ভবনের সম্মূখে মার্বেল পাথরে খুদাই করে ইউনিয়নের মুক্তিযোদ্ধা শহীদদের তালিকা প্রদর্শনের জন্য অভিমত ব্যক্ত করেন এবং এরকম উদ্যোগের আর্থিক সহায়তায় সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তাগণ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদদের নামে রাস্তা স্কুল ভবনের নামকরণের দাবী উত্থাপন করেন।

 লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  বিশ্বখ্যাত দার্শনিক মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবি ডঃ জিসি দেবের নামে স্কুলের নব নির্মিতব্য ভবনের নামকরণের দাবী উত্থাপণ করেন।

 প্রধান অতিথি বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তাঁর সময়কালে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমের উপর আলোকপাত করেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের ভবিষ্যত কর্মসূচি উপস্থাপন করেন। এছাড়াও তিনি অনুষ্টানের বক্তাদের সমগ্র কল্যানমুখী দাবীসমূহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে বাস্তবায়নের আশ্বাস দান করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে লাউতা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে নিউ ইয়র্কস্থ স্কুলের সাবেক ছাত্র, শিক্ষক, এলাকার দাতা সমাজসেবীদের সংগঠনলাউতা হাই স্কুল এক্স ষ্টুডেন্টস টিচার্স এন্ড প্যাট্রন অর্গানাইজেশন সাথে এক ঘরোয়া সভায় মিলিত হন। সভায় স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন