প্রবীণ শিক্ষক সফর আলী আর নেই
- আপডেট সময় : ০৩:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 1200
সিলেট বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক সফর আলী (অব.) আর নেই। বার্ধক্যজনিত কারণে ১৩জুন শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শিক্ষক সফর আলী বিয়ানীবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ পিএইচজি হাই স্কুলে শিক্ষকতা করে অবসর জীবনে ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক হিসাবে তার অগণিত ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক হিসাবে পরিচিত।
মরহুম সফর আলীর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ আষ্টসাঙ্গন। ১২জুন শনিবার বাদ জোহর আষ্টসাঙ্গন জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করা প্রবীন এই শিক্ষাগুরু একজন সজ্জন ও নিবৃত্তচারী মানুষ হিসাবে তার নিজ অঞ্চলে পরিচিত ছিলেন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অজস্র শিক্ষার্থীদের কাছে মরহম সফর আলী একজন সাদা মনের শিক্ষক হিসাবেও পরিচিত।




















