ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা
রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • / 1544
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে। ইচ্ছা থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারে মানুষ। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এমনটি জানান ভিপি নূর । যে কোন দেশ এগিয়ে যায় তারুণ্যের শক্তিতে। যে দেশ তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পেরেছে, তারা উন্নতির শিখরে পৌঁছেছে। তারুণ্য মানেই খুব প্রাণবন্ত, ঝলমলে সময়ের কথা বলে। সৃজনশীল ও উদ্ভাবনমনস্ক তারুণ্যের জন্য উদ্যোগ গ্রহণ … তাঁরা তাঁদের বৈশ্বিক যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন ।তরুণসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের কাছে জাতির অনেক আশা। তারুণ্য এক প্রত্যয়, চেতনার উৎস, অনুপ্রেরণা। তারুণ্য শক্তির কাছে ভালো কিছু আশা করা যাবে তখনই, যখন তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা হবে।এ দিকে ঐ ফেসবুক লাইভে তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি এই তথ্য সূত্র নিশ্চিত করেছেন ৫২ বাংলাটিভির ফ্রান্স প্রতিনিধিকে।

নুরুল হক নুর বলেন, ‘আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।’

তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা সৃষ্ঠি করবে, পজিটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল গড়তে আমি তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।’

নুরুল হক নুর ২০১৮ সালে বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর তিনি আলোচনায় আসেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মুহসিন হলের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।  এর পর তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

নুরুল হক নুর বরিশাল বিভাগের পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। নুর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১০ সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা
রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা

আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে। ইচ্ছা থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারে মানুষ। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এমনটি জানান ভিপি নূর । যে কোন দেশ এগিয়ে যায় তারুণ্যের শক্তিতে। যে দেশ তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পেরেছে, তারা উন্নতির শিখরে পৌঁছেছে। তারুণ্য মানেই খুব প্রাণবন্ত, ঝলমলে সময়ের কথা বলে। সৃজনশীল ও উদ্ভাবনমনস্ক তারুণ্যের জন্য উদ্যোগ গ্রহণ … তাঁরা তাঁদের বৈশ্বিক যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন ।তরুণসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের কাছে জাতির অনেক আশা। তারুণ্য এক প্রত্যয়, চেতনার উৎস, অনুপ্রেরণা। তারুণ্য শক্তির কাছে ভালো কিছু আশা করা যাবে তখনই, যখন তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা হবে।এ দিকে ঐ ফেসবুক লাইভে তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি এই তথ্য সূত্র নিশ্চিত করেছেন ৫২ বাংলাটিভির ফ্রান্স প্রতিনিধিকে।

নুরুল হক নুর বলেন, ‘আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।’

তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা সৃষ্ঠি করবে, পজিটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল গড়তে আমি তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।’

নুরুল হক নুর ২০১৮ সালে বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর তিনি আলোচনায় আসেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মুহসিন হলের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।  এর পর তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

নুরুল হক নুর বরিশাল বিভাগের পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। নুর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১০ সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন।