ঈদে ইউকে প্রোডাক্টস বাই আয়মান এন্ড আমানা‘র ব্যাবসায়িক সফলতা
এম লায়বুর রহমান
- আপডেট সময় : ০৬:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / 1471
করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকার পরও অন টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসিং লিমিটেডের সহায়তায় ঈদ উপলক্ষে ব্যবসায়িক সফলতা পেল অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ইউকে প্রোডাক্টস বাই আয়মান এন্ড আমানা। সফলতা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা বেগম জানান, ঈদ উপলক্ষে বিক্রি ছিল প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশী। লকডাউন সময়ে ইউকে প্রোডাক্টস পণ্যের ব্যবসা প্রায় বন্ধ থাকলেও স্টকে থাকা সম্পর্ণ প্রোডাক্টসগুলো বিক্রি হয়ে যায় ।
তিনি জানান, অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসিং সহায়তা না করলে কাস্টমারদের হাতে প্রোডাক্টস পাঠানো বিরাট কষ্ট সাধ্য ছিল। অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অন-টাইম বিডি বিশ্বস্ততায় সবগুলো ডেলিভারি সঠিক সময়ে পৌছে দিতে সক্ষম। অন টাইম বিডির সার্ভিস ইতিমধ্যে কাষ্টমারদের আস্থা অর্জন করেছে।
























