­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

নিজ খরছে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা করা হবে



নিজ খরচে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের তালিকা করতে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। দীর্ঘদিন বন্ধের পর রবিবার (৩১-মে) অফিস খোলার প্রথম দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাস থেকে নিজ খরচে দেশে ফেরত আসতে ইচ্ছুক এমন প্রবাসীদের তালিকা করতে দূতাবাস গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, যারা যারা নিজ খরচে দেশে ফিরে আসতে চায়, তারা যে যেই দেশে আছে, সেই দেশের দূতাবাসে যেয়ে তাদেকেরেজিস্ট্রেশনকরতে হবে । যখন একটা আসার মত সংখ্যা হয়ে যাবে, তখন আমরা নেক্সট স্টেপে যাবো এবং ফ্লাইটের ব্যবস্থা করবো।

একপর্যায়ে মন্ত্রী বলেন, বিষয়টি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর নির্ভর করেনা, প্রবাসীদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অনেকটা নির্ভর করে। এরপরেও প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপ করে প্রবাসীদের কিভাবে দ্রুত দেশে ফেরত আনা যায়, সেজন্য একটা সার্কুলার দেওয়া হবে এবং তা প্রতিটি দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, তাদের (প্রবাসীদের) ফেরত আনতে দেশে অনেক এয়ারলাইন্স আছে। ওমানের মাস্কাট, কুয়েত, দুবাই এইসব দেশ থেকে প্রবাসীদের ফেরত আনতে আমাদের বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন বিমান পরিবহন কোম্পানির মাধ্যমেই ফ্লাইটের ব্যাপারে আমারা আলাপ করে নিশ্চিত করব ।

যারা ফেরত আসতে চান, তাদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। যেসকল প্রবাসী দেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার পর নানা কারণে অবৈধ হয়েছেন, দেশে ফেরত আসার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জনিয়েছেন মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন