­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

সারাদেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২২, সিলেটে ১ জন



মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে।

সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের চমক আলীর পুত্র ও ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক। আব্দুল হক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের মসজিদ মার্কেটে ঔষধের ব্যবসা করতেন।

এদিকে সিলেটে শাবিপ্রবি’র একজন সাবেক শিক্ষার্থী,  ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গতকাল । সাংবাদিকসহ নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৩১ মে) সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

সবশেষ রোববার (৩১ মে) সিলেট সিলেট জেলায় ২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬৯ জন। এরমধ্যে সিলেটে ৫৫৬, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ৯৮ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৫০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৪৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনোলজি এন্ড পলিমাল সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী সানাউর রহমান মৃত্যুবরণ করেছেন।গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এছাড়া, করোনার উপসর্গ নিয়ে গতকাল রোববার সিলেটে  মৃত্যুবরনকারী দুজনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া দুজনেই পুরুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন