যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের, ডিট্রয়েট সিটিতে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় গুলিতে ১ জন নিহত ও ৯ জন কে পুলিশ গ্রেফতার করে। মিনিয়াপলিস-তে পুলিশ কতৃর্ক বিনা বিচারে, জর্জ ফ্লয়েড নামক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপি মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। এরই অংশ হিসাবে ডিট্রয়েট সিটির ব্যস্ততম এলাকা ডাউন টাউনে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
২৯ মে শুক্রবার বিকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে রাস্তায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রর্দশন এবং জর্জ ফ্লয়েড হত্যার বিচার চেয়ে মিছিল শুরু করে। সময় বারার সাথে সাথে বিক্ষোভকারীদের সংখ্যাও বারতে থাকে। এক সময় বিক্ষোভকারীদের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ শেষ করতে বলে। তখন বিক্ষোভকারীরা পুলিশ কে লক্ষ্য করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভন্গ করতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এসময় একটি প্রাইভেট কার বিক্ষোভকারীদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কে লক্ষ্য করে গুলি করে।এতে ২০ বছর বয়সী এক জন গুলিবিদ্ধ হন এবং হাসপাতাল যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষনা করেন।
সেভেন একশন নিউজ থেকে জানা যায়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ৯জন কে গ্রেফতার করেছে, তবে গুলির দায়িত্ব তারা স্বীকার করেনি। এলাকায় থমথমে অবস্থ বিরাজ করছে।