ইউরোপের পর দুবাইও স্বাভাবিক হচ্ছে
- আপডেট সময় : ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / 1094
ইটালী-স্পেন-ফ্রান্সসহ ইউরোপীয়ান দেশগুলোতে ইতিমধ্যেলেকডাউন শিথিল হয়েছে। অনেকটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা চলছে দেশগুলোতে ।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে অবরুদ্ধতার এমন সময়ে সংযুক্ত আরব আমিরাতও ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে। জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম সমুদ্র সৈকতের পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।দুবাই পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘােষনা এসেছে শুক্রবার (২৯ মে) ।
ইতিমধ্যে দুবাই সরকারে বুধবার ২৭মে সকাল ৬টা থেকে রাত ১১টা অবধি অর্থনৈতিককোর্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২০২০ সালের ১ জুন থেকে পর্যায়ক্রমে জাদুঘরগুলো আবার চালু করা হবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘরগুলো খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাতজুড়ে জীবাণুনাশক স্প্রে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছে।
উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে আজ ২৮ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩২৫৩২ জন, সুস্থ হয়েছেন ১৬৬৮৫ জন এবং মারা গেছেন ২৫৮ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন।




















