বড়লেখা উপজেলায় এসএসসি ১৯৯২ ব্যাচ নগদ অর্থ বিতরণ করেছে
আবু তাহের লিপু (বড়লেখা )
- আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / 1592
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তিন শত কর্মহীন মানুষের ঘরে ঘরে নগদ চার লক্ষ টাকা পৌঁছে দিয়েছে এসএসসি ব্যাচ ৯২।
সোমবার (১৮ই মে) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল্লা খান।
অন্যানদের মধ্যে উপস্থিত শুভেচ্ছা বক্তব্য রাখেন মীর মুহিবুর রহমান, আব্দুল হাফিজ ললন, বদরুল ইসলাম মনু, মনির উদ্দিন প্রমুখ।
এসময় আনুষ্ঠানিক ভাবে কয়েকজন প্রতিবন্ধী ও কোরআনের হাফিজকে উপহার দিয়ে ব্যাচের সদস্যরা কয়েক ভাগে বিভক্ত হয়ে মানুষের ঘরে নগদ টাকা উপহার হিসেবে তুলে দেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন তার বক্তব্যে বলেন ধন্যবাদ জানাই প্রিয় প্রবাসীদেরকে অনেকেই বলেছেন কর্মহীন মানুষকে আমার মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি সম্মান রেখে বলেছিলাম আপনি আপনার এলাকায় দেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে দেন সেটা ভালো হবে । সকল প্রবাসীরাই এই মহামারী তে মানবতার কল্যানে এগিয়ে এসে প্রমান করেছেন আমরা ই মানবিক বাংলাদেশ ।
এই দুঃসময়ে যারা ঘরে না বসে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছেন তাদের প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ছেে।





















