­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

লেবাননে বৃহস্পতিবার থেকে ৪ দিনের কারফিউ



লেবাননে বৃহস্পতিবার থেকে ৪ দিনের কারফিউ জারি করেছে দেশটির সরকার। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে হতে পারে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা।
গত ১০ মে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি পূরায় সন্ধ্যা ৭ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেন। এর দুইদিন পর গত মঙ্গলবার নতুন করে আগামী বৃহস্পতিবার (১৪ মে) থেকে রোববার পর্যন্ত ৪ দিনের কারফিউ জারি করেন। তবে কারফিউতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

গত ১৬ মার্চ লেবাননে লকডাউন শুরুর পর থেকে কিছু দিন করোনা সংক্রামণের সংখ্যা কিছুটা বাড়লেও তা এপ্রিলের মাঝামাঝি এসে কমতে শুরু করে। এপ্রিলের ২৫ তারিখে লকডাউন শিথিল করে দেশটি। সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা থেকে অনেকটা ঢিলেঢালাভাবে চলে কারফিউ। কিন্তু রাস্তায় জনগণের ছিল অবাধ চলাফেরা। হঠাৎ ফের বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে কারফিউ এর সিদ্ধান্ত নেয় সরকার।

তবে তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে লেবাননে করোনা আক্রান্তের পরিমাণ এখনো অনেক কম। লেবাননে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছে। আক্তান্তের সখ্যা এখনো হাজারের নিচে।

লেবাননে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন