­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

কর্মহীন নিডি মানুষের পাশে দাড়িয়েছে বশির আহমেদ ফাউন্ডেশন



সুনামগঞ্জের বশির আহমেদ ফাউন্ডেশন করোনা মহামারি সময়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে। ৯ মে শনিবার দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলার আমরিয়া  গ্রামের আড়াই শতাধিক এলাকাবাসীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঘরবন্দি কর্মহীন মানুষের সার্বিক চাহিদা  নিবারণের চিন্তাকে সামনে রেখে  নিদৃষ্ট  কিছু খাদ্য সামগ্রী বিতরণ না করে তাদের হাতে অর্থ তুলে দেয়া হয়েছে। যাতে করে দুর্যোগকালিন সময়ে নিডি মানুষ তাদের চাহিদা মতো খরচ করতে পারেন।

গ্রামের  প্রবীন বিশিষ্টজন ও স্বেচ্চাসেবকদের  উপস্থিতিতে বশির আহমেদের পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণের কাজটির সার্বিক সমন্ধয়ে ছিলেন ইফতেখার হোসেন লেচু মিয়া,গোলাম মর্তুজা,নাজমুল ইসলাম, আজমল হোসেন, বেলায়েত হোসেন,আশিকুর রহমান প্রমুখ।

এসময় বিশিষ্টজনরা বলেছেন- গ্রামের কৃতি সন্তান বশির আহমদ এর পরিবার নিবেদিতভাবে  নিজ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে। করোনা মহামারি সময়েও তাদের সহায়তার হাত প্রসারিত হয়েছে। যাতে সরাসরি উপকৃত হবে নিন্মবিত্ত কর্মহীন বহু পরিবার।বশির আহমেদ ফাউন্ডেশন এর এই মহতি উদ্যোগের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এদিকে সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের কর্মকর্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বশির আহমদ ও তার পরিবারের প্রতি দোয়া কামনা করে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে সমাজসেবায় নিজ অঞ্চলের মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত সমাজসেবী আলহাজ্ব বশির আহমদ এর নামে পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ অঞ্চলের রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎতায়ন, ঘরবাড়ি নির্মাণ,মসজিদ, মাদ্রাসা, আধুনিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে  কাজ করছে।  ধারাবাহিক প্রকল্পের অংশ হিসাবে সম্প্রতি  আমরিয়ায় প্রায় ২৫ লাখ টাকা ব্যায়  গ্রামের রাস্তা  তৈরী করে দিয়েছে  বশির আহমেদ ফাউন্ডেশন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন