ব্রিটেনের বাঙালিপাড়ার নাটক মডেলিং তথা অভিনয় অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মুখ সিতু চৌধুরী। নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে তাঁর আবাস। তাঁর সৃজনশীল কাজগুলো দেশ-বিদেশে দর্শকদের মনে উজ্জ্বল হয়ে আছে।
সিতু চৌধুরী ৫২বাংলা টিভি ডটকমের কমিউনিকেশন ডিরেক্টর (অনারারী) হিসেবে নর্থওয়েস্টের দায়িত্ব পালন করবেন ।
বাঙালীর হিরন্ময় ইতিহাস ৫২ ও ৭১ কে ধারণ করে, ‘বাংলা সংযোগ দেশে দেশে’ শ্লোগান নিয়ে পথচলা 52banglatv তে ১৪ সেপ্টেম্বর সিতু চৌধুরী তাঁর দায়িত্বে যোগ দেবেন।