সংবাদ শিরোনাম :
অদ্বৈতানন্দ পুরী গুরু মহারাজের ১১৫ তম শুভ আবির্ভাব তিথি উদযাপন
৫২ বাংলা
- আপডেট সময় : ০১:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
- / 2928
[youtube]oGZuH1Gq-og[/youtube]
শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী গুরু মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উদযাপন উপলক্ষে শারজাহ প্রবাসী পার্থ সারথি গীতা সংঘ কর্তৃক আয়োজিত এক মহতি ভাগবতীয় অনুষ্ঠান প্রদীপ সেনের সভাপতিত্বে ও প্রদীপ ভট্টাচার্যের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় আজমান হেবিটেট স্কুল হলে।
উক্ত মহতি অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রীমৎ দেবদীপানন্দ পুরী গুরু মহারাজ। অধিপতি ঋষিধাম বাশঁখালী ও মোহন্ত মহারাজ তুলসী ধাম নন্দন কানন চট্টগ্রাম ।
অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ দেবদীপানন্দ পরী গুরু মহারাজ। বিস্তারিত রিপোর্টে



















