­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে



স্পেনে প্রতিদিন করোনা আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা সময় সময়  বৃদ্ধি পাচ্ছে।দেশটি লকডাউন রেখেও আক্রান্ত ও মৃত্যের সংখ্যা সামাল দিতে পারছে না স্পেনের সরকার।আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ। বাদ যাচ্ছেন না স্পেনের প্রবাসী বাংলাদেশিরা।বাংলাদেশ দুতাবাস ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, এ পর্যন্ত মোট ৬৬ জন বাংলাদেশি আক্রান্ত এবং একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল রাত ১২টার পর থেকে এ পর্যন্ত স্পেনে নতুন করে ৫,৮৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২,১৩ জনের বেশি মানুষ।

১ এপ্রিল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১০২,১৩৬ ( এক লক্ষ দুই হাজার একশত ছয়ত্রিশ) জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার এই সংখ্যা ছিল ৯৫ হাজার ৯,২৩ জনে। সংক্রমণ বাড়তে থাকায় দেশটি এখন চীনকেও ছাড়িয়ে, ইতালিকে ছাড়িয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা  বুধবার দুপুর দুটা পর্যন্ত ( ১০৫,৭৯২) এক লক্ষ পাচ হাজার সাত শত বিরান্নব্বই জন। আশার খবর হলো, নতুন আক্রান্ত বা মৃত্যের সংখ্যা বাড়ে নাই ।

স্পেনে নতুন করে  বুধবার দুপুর পর্যন্ত ৫৮৯ জনের প্রাণহানির পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,০৫৩,(নয় হাজার তেপ্পান্ন) জনে। এদিকে অনেকে সুস্থ হয়ে ঘরে ফিরছেন ১৯,২৫৯জন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার কঠোর ব্যবস্থা নিলেও এর লাগাম টানতে হিমশিম খাচ্ছে স্পেনের সরকার।দেশটি গত ১৪ মার্চ থেকে লকডাউনে থাকায় দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা।এভাবে  চলতে থাকলে দেশটি অচল হয়ে পড়বে বলে অনেকেই  ধারণা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন