সংবাদ শিরোনাম :
ইতালি : জীবন যেখানে থেমে আছে
৫২ বাংলা
- আপডেট সময় : ১২:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / 1056
ইতালির এই দৃশ্যটি কতোটা মর্মঘাতি তা শুধু স্বজনরাই বলতে পারবেন।কিছুদিন আগেও তারা ছিলেন সুস্থ স্বাভাবিক। তারপর করোনাভাইরাসে ছোবল।
এরপরের দৃশ্য অবর্ণনীয়। দীর্ঘদিন হাসপাতালের বেডে মরণপণ বাচার যুদ্ধ। সৃষ্টিকর্তা তাদের নিয়তিতে ‘মৃত্যু সময়টি ‘ এভাবেই রেখেছিলেন বলেই হয়তো- ইতালীর ডাক্তার নার্সদের জীবনবাজি রেখে দেয়া চিকিৎসা সেবা- এইরোগীদের কাছে হার মেনেছে।
সুমু মির্জার কন্ঠে, আনোয়ারুল ইসলাম অভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত –
[youtube]jTbbrQnfacw[/youtube]

















