সংবাদ শিরোনাম :
সৌদিতে নতুন করে করোনায় ৯৬ জন আক্রান্ত
৫২ বাংলা
- আপডেট সময় : ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / 1133
গত ২৪ ঘণ্টায় সৌদিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১২৯৯জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৬জন, আজ মারা গিয়েছে ৪জন। সর্বমোট মৃতের সংখ্যা ৮জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ২৭ জন, মক্কায়, ৭জন মদিনায় ১৪ জন, কাতিফ ১ জন, জেদ্দায় ১২ জন, দাম্মাম,২জন, তাবুক, ১জন,খামিজ মোশায়েদ, ১জন, চাইহাদ, ১জন, খোবার, ১জন, হুফফে, ১জন, হুফুফ, ১জন, রাস তানুরা,১ জন, বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থেকে সৌদি আরবের রিয়াদ, মক্কা এবং মদীনায় বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত্য কারফিউ জারি করেছিলো দেশটির সরকার, তবে ২৮ মার্চ শনিবার ভোর হতে মদিনার বিশেষ কিছু এলাকায় (২৪ ঘন্টা) লক ডাউনের নির্দেশনা জারি করেছে প্রশাসন। তবে রবিবার থেকে জেদ্দায় নতুন করে বেলা ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত্য কারফিউ জারি করা হয়েছে।




















