সংবাদ শিরোনাম :
মৃত্যু বাড়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়াচ্ছে স্পেন
৫২ বাংলা
- আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / 1074
জরুরি অবস্থার মধ্যেও করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৪ জনের মৃত্যু হওয়ায় দেশটির জরুরি অবস্থা আরও ১৫ দিন বৃদ্ধি করে এপ্রিলের ১১ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ানোর জন্য সংসদকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানচেজ।
এর আগে দেশটিতে মার্চের ১৫ তারিখ প্রথম দফায় ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল দেশটিতে। স্পেনে এ পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ১ হাজার ৭২০ জন। যা ইউরোপের ইতালির পর সর্বোচ্চ সংখ্যক মৃতের রেকর্ড। প্রতিদির আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ করে বাড়তে থাকায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮ হাজার ৫৭২ জন।





















