­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

বিয়ানীবাজারে বিজয়বার্তার মোড়ক উন্মোচন



সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন বিয়ানীবাজার শিক্ষা উন্নয়ন ট্রাস্ট অনন্য নজির রেখে যাচ্ছে। ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। এতে উপজেলা পরিষদের সব রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার রাত সাড়ে আটটায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘শিক্ষা উন্নয়ন ট্রাস্ট’ কর্তৃক বার্ষিক ম্যাগাজিন ‘বিজয়বার্তা’র মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, বিজয়বার্তা প্রকাশের মধ্য দিয়ে নতুন নতুন লেখক বের হয়ে আসবে যা আমাদের জন্য অবশ্যই ভালো খবর।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বোর্ডের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সামাদ আজাদ এর উপস্থাপনায় কার্যকরী পরিষদের সহ-কোষাধ্যক্ষ কবির হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি খন্দকার লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি হাজী ফখর উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ ফয়জুল হক, কোষাধ্যক্ষ হাজী বেলাল উদ্দিন, সিনিয়র সদস্য কবি ওয়ালি মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী এনাম উদ্দিন, কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক আদনান হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক রফিউল কবির ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান খোকন, রোটারিয়ান আলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ফ্রান্স প্রবাসী নজরুল ইসলাম, ব্যবসায়ী জাহিরুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাসেল আহমদ, কাওছার, রাইসুল, আলী হোসেন, রেজা, রিপন, জাবেদ, জামিল, জবরুল, জিবান, ফাহিম, জামাল, আবিদ, মাহমুদ, আব্দুল্লাহ, পৌরব প্রমুখ।

অনুষ্ঠান শেষে দারুস সুন্নাহ মুরদগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা কামাল মহামারি করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখার জন্য সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন