­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার পুরুস্কার বিতরণী ও সমাপনি অনুষ্টান



 

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বার্সেলোনা শাখার পুরুস্কার বিতরণী ও সমাপনি অনুষ্টান সম্পন্ন হয়েছে। ৩ সেপ্টেম্বর  সোমবার স্থানীয় সময় বেলা ২টায়  বার্সেলোনা লতিফিয়া ফুলতলি জামে মসজিদ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও ২মাস ব্যাপি দারুল কিরাত বা curso de verano  ১লা জুলাই শুরু হয়ে  শেষ হয় ৩১ শে আগষ্ট।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সভাপতি মো:আবুল কালামের সভাপতিত্বে এবং কারী ময়নুল ইসালামের পরিচালনায়  পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন দারুল কিরাতের ছাত্র মো.ফারদিদ আহমদ।

দারুল কিরাতের নাজিম মো: সদরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্সেলোনার স্থানীয় বাংলাদেশী  কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যাবসায়ী মো. শফিউল আলম শফি,মো.হিরা আলম, মো.শাহ আলম স্বাধীন, মো.মনিরুজ্জামান সুহেল ।

দারুল কিরাতের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আল ইসলাহ বার্সেলোনা এবং লতিফিয়া ফুলতলী জামে মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন এবং উক্ত সেন্টারের প্রধান ক্বারী মুফতি মাওলানা আব্দুল জলিল।

অনুষ্ঠানে  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  নাজমুল ইসলাম, মুরাদুল ইসলাম, দেলওয়ার, আব্দুল মালিক,আলাল মিয়া,হারুনুর রশীদ,আফতার উদ্দিন,তাহের উদ্দিন,আব্দুল বাছিত,সোলায়মান বাসিত,জয়নাল আবেদিন,রফিক উদ্দিন, সিদ্দিকুর রহমান,আলিম উদ্দিন,আব্দুর রাজ্জাক,মুজিবুর রহমান,সাব্বির আহমদ দুলাল,শিপুল আলম,খোকন উদ্দিন, আব্দুর রহিম, মারুফ আহমেদ,  আব্দুশ শহীদ সহ অনেকে।

শিক্ষকদের  মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী রাজা মিয়া,ক্বারী কাজি মুজিবুর রহমান,ক্বারী ইছরাক আলী এবং ক্বারী হেলাল আহমদ।

উল্লেখ্য এই বছর দারুল কিরাতের স্তর ছিল ১ম বর্ষ।  এবং ছাত্র সংখ্যা ছিলেন ১৪০ জন। ছাত্রদের সবাইকে একটি করে সার্টিফিকেট  এবং ক্রেস্ট প্রদান করা হয়।  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে  সংক্ষিপ্ত দোয়া এবং শিরণী বিতরণের মধ্য দিয়ে।

 

 

কণ্ঠ: রেদ্বওয়ান মাহমুদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন