­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

করনো ভাইরাসে লন্ডনে ইজলিংটন সার্জারি বন্ধ



লন্ডনের এনজেল, ইজলিংটন এন ওয়ান এর রিচি ষ্ট্রিটের  ইজলিংটন সার্জারি আগামী ডিসেম্বর  পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। লন্ডন শহরে এটি হচ্ছে প্রথম কোন সার্জারী যা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।  রিচি ষ্ট্রিট গ্রুপ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

রিচি ষ্ট্রিট মেডিকেল সার্জারি অফ লিভারপুল ষ্ট্রিট, এনজেল টিউব ষ্টেশন থেকে ২ মিনিট দুরত্বে অবস্থান। জানা গেছে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তারা যেসকল লক্ষনীয় বিষয় নিয়ে করোনা ভাইরাস সনাক্ত  হয়, সেই সব লক্ষণসহ রোগী সার্জারিতে আসলে তারা তাৎক্ষণিকভাবে সতর্ক মুলক পন্থা অবলম্বন করে।

সার্জারীটি লন্ডন শহরের ব্যস্ততম এলাকায় হওয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সমূহ লক্ষণ এর উপর ভিত্তি করে চিকিৎসা নিতে আসা এসব রোগীকে নিরাপদ দূরত্বে রেখে, পরে হাসপাতালে প্রেরণ করা হয়।

সার্জারিতে থাকা একজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, সার্জারি কর্তৃপক্ষ অত্যন্ত পারদর্শীতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে সার্জারি কর্তৃপক্ষ ডিপ ক্লিনজিং সিষ্টেম এ পরিষ্কার করে।

পাবলিক হেলথ ইউকের কনসালটেন্ট ডা: এডওয়ার্ড ওয়াইন বিষয়টি অবগত আছেন এবং করোনা ভাইরাস এর জন্য সার্জারি বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

তিনি ইজলিংটন এ বসবাসকারী সকলের উদ্দেশ্যে  স্বাভাবিক জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন-  আতংকিত হওয়ার কোন কারণ নেই।

ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস তাদের নির্দেশনায় জানিয়েছে করোনা ভাইরাসে রোগে আক্রান্ত হতে পারেন এমন রোগীকে সরাসরি হাসপাতালে বা জিপিতে না গিয়ে জরুরী বিভাগে ফোন দিয়ে সেবা নেওয়ার জন্য।

প্রসঙ্গত করোনা ভাইরাসে আক্রান্তের বড় ঝুকিতে আছে ব্রিটেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে -চীনের বেশ কয়েকটি বিমান সংস্থা এখনও হিথ্রোতে বিমান চালাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বেইজিংয়ের এয়ার চীন, গুয়াংজু থেকে চীন দক্ষিন, শেনজেন থেকে শেনজেন এয়ারলাইনস, সাংহাই থেকে চীন পূর্বাঞ্চল, কিংডাও থেকে বেইজিং ক্যাপিটাল এয়ারলাইনস এবং জিয়ান থেকে তিয়ানজিন এয়ারলাইনস।

বিশেষজ্ঞরা এর আগে সতর্ক করেছিলেন যে,  পর্যটকদের প্রধান পছন্দের জায়গা লন্ডন হওয়ার কারণে ইউরোপের অন্যান্য শহরগুলির তুলনায় আরও ঝুঁকিতে রয়েছে ব্রিটেন। একটি বেসরকারী তথ্যমতে- প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ  হাজার পর্যটক চীন থেকে লন্ডন ভ্রমণে আসেন। ইজলিংটন সার্জারি হচ্ছে ব্রিটেনে বন্ধ হওয়া সার্জারির মধ্যে চতুর্থ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন