­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

দুবাইয়ে স্বরসতী পূজা অনুষ্ঠিত



সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বরসতী পূজা উদযাপিত হয়েছে। দেরা দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সেবা সংঘের সভাপতি রুপন কান্তি শীলের সভাপতিত্বে ও চন্দন দেবনাথ এবং প্রকাশ দেবনাথের যৌথ পরিচালনায় শ্রী শ্রী বিদ্যাদেবী মা সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

পূজার অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজু কুমার শীল ও রিপন সুশীল। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত এর প্রশ্নোত্তর প্রতিযোগিতা পর্বে প্রথম স্থান অর্জন করেন দ্বীপ দেবনাথ ও দ্বিতীয় স্থান অর্জন করেন শচীন দাশ -কিংশুক পাল, তৃতীয় স্থান অর্জন করেন শিল্পা দাশ ও প্রিয়া রানী শীল।

পূজা অনুষ্ঠানে সহযোগিতা করেন উপদেষ্টা শ্যামল দাশ, করুনা পাল, বিকাশ দেবনাথ, শুকলাল সূত্রধর, শিমুল শীল, শ্রীরাম, পিন্টু সাহা ও সার্বিক সহযোগিতা করেন রাজু শীল, অর্জন দেবনাথ, বন্দন দেবনাথ, শিপন মালাকার, রুবেল দাশ, প্রনব দে, শিবু মালাকার, লিটন দেবনাথ, সুমন শীল, দিলিপ নাথ, বিশ্বজিৎ দে, দিলিপ ধর, মিন্টু শীল, পলাশ শীল, রাজীব শীল, সুভাস নাথ, সুজন নাথ, প্রশান্ত সুত্রধর, অনিপ নাথ, বিশ্বজিৎ, প্রীতম সহ আরো অনেকে।

মায়েদের মধ্যে উপস্থিত ছিলেন বিউটি দাশ, সীমা পাল, অনিতা সুত্রধর, নেলী রানী শীল, কলি শীল, সুলেকা, মৌসুমি, উর্মি, সেতু রানী চৌধুরী, শীমু দেবী ও পূজা।

ছোটদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, অন্তর, টিপু, জয়, সুমিত, পর্না, অবায়ত ও সস্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন