­
­
রবিবার, ১৮ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «  

বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবকে ক্রিকেট সামগ্রী দিয়েছে কাসা ই কুইনার সত্ত্বাধিকারী 



 

স্পেনের বিশিস্ট ব্যবসায়ী বাংলাদেশ চেম্বার অব কমার্স স্পেনের সভাপতি ও কাসা ই কুইনা প্রতিস্টানের সত্ত্বাধিকারী রাসেল হাওলাদার বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দেরকে ক্রিকেট খেলা সামগ্রী উপহার দিয়েছে।

খেলা সামগ্রী হস্থান্তর উপলক্ষে বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে শনিবার বিকেল ৫টায়  বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা আয়োজন করে এক মতবিনিময় সভা।

বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি এ’আর লিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাসা ই কুইনার পরিচালক রাসেল হাওলাদার।

মতবিনিময় সভায় প্রথমেই কিংস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিংস ক্রিকেট ক্লাবের সহ সভাপতি সৈয়দ জুয়েল,কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন,কিংস ক্রিকেট ক্লাবের কেপ্টেন মোহন আহমদ ।

এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে  বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়সর,রফিক উদ্দিন,সেলিম আহমদ লালন,লুতফুর রহমান সুমন,কাজী আমির হোসেন আমু,মো.ছালাহ উদ্দিন,ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ,রুহুল আমিন,আজমল আলী প্রমুখ।

বক্তারা ব্যবসায়ী রাসেল হাওলাদার এর প্রশংসা করে বলেন, বার্সেলোনায় প্রায় ১৫হাজার বাংলাদেশির বসবাস এবং অনেক বড় বড় ব্যবসায়ী আছেন আমাদের মধ্যে কিন্তু সামর্থ্য থাকা সত্বেও বেশীরভাগ সমাজের ভালো কাজে এগিয়ে আসেন না। কিন্তু রাসেল হাওলাদার বার্সেলোনার অনেক সামাজিক উন্নয়নমুলক কাজে বিভিন্ন সময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেন । সবাই যদি এরকম সামাজিক কাজ খেলাধুলার পাশাপাশি মসজিদ মাদ্রাসা সহ সামাজিক  কাজে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেন, তাহলে  আমাদের নতুন প্রজন্মের জন্য সুন্দর ও শান্তির বাংলাদেশি একটা কমিউনিটি  গঠন করা সম্ভব হবে।

প্রধান অতিথি ব্যবসায়ী রাসেল হাওলাদার তার বক্তব্যে বলেন, আমাদের বার্সেলোনার বাংলাদেশীদের সকল ভালো কাজে আমাকে পাশে পাবেন, কথা দিলাম।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দরা ব্যবসায়ী রাসেল হাওলাদারকে তাদের ক্লাবের প্রধান উপদেষ্টা দায়িত্ব প্রদান করায়   রাসেল হাওলাদার ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে  বলেন- আমি যতদিন বার্সেলোনায় থাকবো ততোদিন ক্লাবের উন্নয়নে নিরলস কাজ করবো।

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন