ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। মক্কায় সমেবত সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান শনিবার মধ্যরাত থেকে মিনায় পৌচ্ছেন, এর মাধ্যমে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হলো। সেলাইবিহীন দুই টুকরো কাপড় পরিধান করে, হজের নিয়ত করে রওনা হন হজযাত্রীরা। মিনামুখী পুরো রাস্তায় ছিল হজযাত্রীদের স্রোত।
বাসে গাড়িতে এমনকি পায়ে হেঁটেও মক্কা থেকে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। তাঁদের মুখে ছিল তালবিয়া-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা ওয়ালমুল লা শারিকালাক’।
এই বছর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় ১লক্ষ ২৭হাজার ধর্মপ্রাণ মুসলমান ।