­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

পরাজয় দিয়ে শুরু করল বাংলা টাইগার্স



আবুধাবী থেকে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে পরাজয় দিয়ে আসর শুরু করেছে বাংলদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স।

শনিবার ১৬ নভেম্বর, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলা টাইগার্স।

স্কোয়াডে থাকা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ রেজা অসুস্থতার কারণে একাদশে না থাকলেও শক্তিশালী দলই গঠন করেছিল বাংলা টাইগার্স। এমনকি নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানের লড়াকু সংগ্রহও দাঁড় করেছিল তারা। বাংলা টাইগার্সের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৩৭ রান আসে কলিন ইনগ্রামের ব্যাট থেকে।

এছাড়া রাইলি রুশ ১২ বলে ২৬, টম মুরস ১১ বলে ১৫ ও রবি ফ্রাইলিঙ্ক ৭ বলে ১২ রান করেন।ডেকান গ্ল্যাডিয়েটর্সের পক্ষে মিগায়েল প্রিটোরিয়ার ২ ওভার বলে করে ১০ রান খরচায় একাই শিকার করেন তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে থাকে ডেকান গ্ল্যাডিয়েটর্স। শুরুতে ওপেনার মোহাম্মদ শেহজাদ ২ রান করেই সাজঘরে ফেরলেও শেন ওয়াটসনের দায়িত্বশীল ঠাণ্ডা মাথার মারকুটে ব্যাটিং দলের বিপদ কাটিয়ে উঠেন। মাত্র ২৫ বলের মোকাবেলায় চার-ছক্কার হ্যাট্টিকে তিনি করেন ৪১ রান।

ওয়াটসন আউট হয়ে গেলেও অ্যান্টন ডেভচিচের ১১ বলে ২৭, ড্যান লরেন্সের ৮ বলে ১৫ ও ভানুকা রাজাপক্ষের ৮ বলে ১২ রানের ইনিংসে ভর করে দলটি ১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায়।

ডেভিড উইজ বাংলা টাইগার্সের পক্ষে একটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা নির্বাচিত হন ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ওয়াটসন।

সংক্ষিপ্ত স্কোর বাংলা টাইগার্স ১০৮/৫ (১০ ওভার) কলিন ইনগ্রাম ৩৭, রাইলি রুশো ২৬ প্রিটোরিয়াস ১০/৩, ক্র্যান ১৫/১ ডেকান গ্ল্যাডিয়েটর্স ১০৯/৪ (৯.৫ ওভার) ওয়াটসন ৪১, ডেভচিচ ২৭ ডেভিড উইজ ১৫/২, প্ল্যাঙ্কেট ২৩/১

ফল: ডেকান গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেটে জয়ী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন