­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়



 

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরো প্রধান আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর স্পেনের রাজধানী  মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় পৃথকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মাদ্রিদে স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মোস্তফা আহমেদ লাকি, জাকির হোসেন, রমিজ উদ্দিন, রাসেল দেওয়ান প্রমুখ।

পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে ও প্রথম সদস্য মিরন নাজমুলের পরিচালনায় লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, সদস্য মো. ছালাহ উদ্দিন আহমদ, জাফর হোসেন, ফয়সল আহমদ, কমিউনিটি সমন্বয়ক কামরুল মোহমেদ ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাসেত কয়সর, জাহাঙ্গীর আলম, লুতফুর রহমান সুমন, মনিরুজ্জামান সুহেল প্রমূখ।
লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হলেও সে পেশা উপভোগ্য হয়ে ওঠে যখন পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নানা কার্যক্রম তুলে ধরেন।
মতবিনিময় শেষে স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আ স ম মাসুমকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন