‘৫২বাংলা টিভি দিন দিন মানুষের ভালবাসার জায়গা হিসেবে পরিণত হচ্ছে। আর এসব সম্ভব হচ্ছে ৫২বাংলা টিভির কর্মীদের কাজের জন্য।’ লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা ও ৫২বাংলা টিভির পরিচালক মো. এনাম উদ্দিন দুবাই সফরে এলে ‘টিম বায়ান্ন দুবাই’ এর সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘জাতীয় টিভিতে মানুষ যা বলতে পারে না মানুষের সেই না বলা কথা বলাতে ৫২ বাংলা টিভি কাজ করে যাচ্ছে।’ এই ধারা আগামিতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৫২বাংলা টিভির স্টাফ রিপোর্টার ও সংবাদ পাঠিকা তিশা সেন, মধ্যপ্রাচ্য আলোকচিত্রি জাবেদ আহমদ, আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, দুবাই প্রতিনিধি সঞ্জয় ঘোষ, শুভাকাঙ্খি অনুপ সেন ও রূপশ্রী সেন।