­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

আমিরাতে প্রথমবারের মতো বাংলাদেশি কৃতি শিক্ষার্থী সংবর্ধিত



এই বছর প্রথমবার আমিরাতে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহের যৌথ উদ্যোগে ২০১৮-২০১৯ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘এডুকেশন এক্সিলেন্স এওয়ার্ড ২০১৯’ এর আয়োজন করা হয়।

গতকাল বাংলাদেশ সমিতি শারজাহের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস গনি চৌধুরী, ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রবাস লামারং, মোজাফপর হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসমাইল গনি, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন পারভেজ, আবুল কালাম আজাদ, জি এম জায়গিরদার, আবু নাসের, আবু হেনা সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণের জন্যে শিক্ষাকেই মূল হাতিয়ার হিসাবে বেছে নিতে হবে। সুশিক্ষিত নতুন প্রজন্মই হচ্ছে আমাদের দেশের সম্পদ। এদের এগিয়ে যেতে উৎসাহিত করতেই এই উদ্যোগটি নেয়া হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত প্রায় ৩০টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মুখে ছিল হাসি আর অভিভাবকদের করতালিতে মুখরিত ছিল গোটা পরিবেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন