ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন

কাতালোনীয়া সান্তাকলমায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ
৩১ আগষ্ট ১০টায় সেবা কার্যক্রম শুরু

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • / 1335
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের পর্যটন নগরী কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা ও বার্সেলোনা এর আশে পাশের এলাকা তথা কাতালোনীয়ায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ৩১আগষ্ট শনিবার কনস্যুলার সেবা দেবে স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ।

গত ১৪ আগস্ট স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রচার করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা শহরের কাইয়ে মোসান খাকিন্ত ভেরদাগুয়ের ৮০ নং স্কিনা ইর্লান্দা সান্তা কলমা দে গ্রামেন্ত হলে এ সেবা দেওয়া হইবে।

উল্লেখিত এই দিন সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হইবে ।সেবার মধ্যে থাকবে নতুন জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ,যাদের ডিজিটাল পাসপোর্ট এখনো হয়নি তাদের পাসপোর্টের আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ,সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ,বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্টধারীদের স্প্যানিশ পাসপোর্টে’নো ভিসা রিকোয়ার্ড’ আবেদন গ্রহণ ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের আবেদন পত্র গ্রহণ,পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সত্যায়ন সহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন ও যাবতীয় সনদের আবেদন গ্রহণ ইত্যাদি।

স্পেনের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সেবাসংক্রান্ত কাজের বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য দূতাবাস কর্তৃপক্ষের হেল্পলাইন মোবাইল নম্বর:৬১২৪৭২১৩৮ ও ৬৬৭১১১১৬৪।

উল্লেখ্য স্পেনের কাতালোনীয়া রাজ্যের বার্সেলোনা ও সান্তাকলমা এর আশে পাশের এলাকায় বৈধ ও অবৈধ মিলে প্রায় ১৫ হাঁজার বাংলাদেশি বসবাস করে।প্রবাসী বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন সেবাসমূহ প্রবাসীদের কাছে দ্রুত পৌছে দিতে এই সেবা চালু করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে।স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এই কনস্যুলার সেবা চালু করে।
দূতাবাস প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম এর নেতৃত্বে ২০১৫ সাল থেকে বার্সেলোনায় এই সেবা প্রতি দুই মাস অন্তর অন্তর বাংলাদেশিদের মধ্যে দিয়ে আসছে।

উল্লেখ্য কনস্যুলেট অফিস বার্সেলোনায় সরাসরি হাজির হয়ে সিরিয়াল গ্রহণ করতে হবে।২৬আগস্ট ২০১৯ ইং সোমবার সকাল ১০ টা হতে সিরিয়াল প্রদান করা হবে।

[youtube]7shY3f_wYj8[/youtube]

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মো: ছালাহ উদ্দিন

স্পেন ব্যুরো
ট্যাগস :

কাতালোনীয়া সান্তাকলমায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ
৩১ আগষ্ট ১০টায় সেবা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯

স্পেনের পর্যটন নগরী কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা ও বার্সেলোনা এর আশে পাশের এলাকা তথা কাতালোনীয়ায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ৩১আগষ্ট শনিবার কনস্যুলার সেবা দেবে স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ।

গত ১৪ আগস্ট স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রচার করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা শহরের কাইয়ে মোসান খাকিন্ত ভেরদাগুয়ের ৮০ নং স্কিনা ইর্লান্দা সান্তা কলমা দে গ্রামেন্ত হলে এ সেবা দেওয়া হইবে।

উল্লেখিত এই দিন সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হইবে ।সেবার মধ্যে থাকবে নতুন জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ,যাদের ডিজিটাল পাসপোর্ট এখনো হয়নি তাদের পাসপোর্টের আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ,সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ,বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্টধারীদের স্প্যানিশ পাসপোর্টে’নো ভিসা রিকোয়ার্ড’ আবেদন গ্রহণ ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের আবেদন পত্র গ্রহণ,পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সত্যায়ন সহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন ও যাবতীয় সনদের আবেদন গ্রহণ ইত্যাদি।

স্পেনের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সেবাসংক্রান্ত কাজের বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য দূতাবাস কর্তৃপক্ষের হেল্পলাইন মোবাইল নম্বর:৬১২৪৭২১৩৮ ও ৬৬৭১১১১৬৪।

উল্লেখ্য স্পেনের কাতালোনীয়া রাজ্যের বার্সেলোনা ও সান্তাকলমা এর আশে পাশের এলাকায় বৈধ ও অবৈধ মিলে প্রায় ১৫ হাঁজার বাংলাদেশি বসবাস করে।প্রবাসী বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন সেবাসমূহ প্রবাসীদের কাছে দ্রুত পৌছে দিতে এই সেবা চালু করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে।স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এই কনস্যুলার সেবা চালু করে।
দূতাবাস প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম এর নেতৃত্বে ২০১৫ সাল থেকে বার্সেলোনায় এই সেবা প্রতি দুই মাস অন্তর অন্তর বাংলাদেশিদের মধ্যে দিয়ে আসছে।

উল্লেখ্য কনস্যুলেট অফিস বার্সেলোনায় সরাসরি হাজির হয়ে সিরিয়াল গ্রহণ করতে হবে।২৬আগস্ট ২০১৯ ইং সোমবার সকাল ১০ টা হতে সিরিয়াল প্রদান করা হবে।

[youtube]7shY3f_wYj8[/youtube]