­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

বাংলাদেশ সমিতি শারজাহে শুক্র ও শনিবারে বাংলা শিক্ষা ও সংস্কৃতিচর্চার সুযোগ



আরব আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশি সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নিজস্ব কার্যালয়ে প্রতি শুক্র ও শনিবার বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বাংলা পাঠদান, বাংলা সংস্কৃতি চর্চা এবং কম্পিউটার বিষয়ক শিক্ষার সুযোগ দেয়া হচ্ছে। আগামি সপ্তাহ থেকে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে। পরবাসে নিজেদের সংস্কৃতি চর্চা এবং মন সুস্থ রাখতে প্রবাসিদের জন্য এমন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। শুক্রবার তিনি সমিতির হলরুমে প্রবাসিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান। এই আসরে প্রবাসী বাংলাদেশী যে কোন শিল্পী অংশ গ্রহন করতে পারবে। এ সব আয়োজনে যোগ দিতে আহবান করেছেন সমিতির শারজাহ শাখার সভাপতি আবুল বাশার।

উত্তর আমিরাতের দুবাইয়ে উইমেন এসোসিয়েসন সংগঠনটিও বাংলাদেশ সমিতি শারজাহ এর সাথে একত্রে কাজ করবে বলে জানিয়েছেন কনস্যাল জেনারেল ইকবাল হোসাইন খান। তিনি বলেন দুবাই, শারজাহ এবং আজমানের বাংলাদেশীদের সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষার কেন্দ্র বিন্দু হিসাবে এই সমিতিকে আত্মপ্রকাশ করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সমিতি। এখানে বহুমুখি কার্যক্রম থাকবে। বাংলাদেশীদের আরবি ভাষা, বাংলা ভাষা, কম্পিউটার শিক্ষা, সাহিত্য চর্চা, শিশুদের নাচ-গানও শেখানো হবে। এর পাশাপাশি ড্রাইভিং শেখানোও চালু করা হবে। তবে আগামী শুক্রবার থেকে চালু হতে যাচ্ছে কম্পিউটার প্রশিক্ষন কর্মসুচী। এদিকে ইতি মধ্যে বাংলাদেশ সমিতি শারজাহ বাংলাদেশীদের জন্য কন্সুলার সেবাও চালু করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নানা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সংস্কৃতিকমৃীরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন, সমিতির শারজাহ শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, সংহতি আমিরাতের সভাপতি গুলশান আরা, সহ সভাপতি সাইদা দিবা, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তিশা সেন, আরমা আকবর, মাকসুদা খানম সহ আরো অনেকে।

এ সময় আবুল বাশার, সাইফুর মাহমুদ, মাকসুদা খানম সহ অনেকে গান পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন