­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

মহারণে জয়ের প্রত্যয়ে প্রস্তুত টাইগাররা



ক্রিকেট পরাশক্তি ভারতের বিরুদ্ধে আজ মাঠে নামবে টাইগার বাহিনী। আর মাঠের বাইরে থাকবে টাইগারদের হাজারো দর্শকের সমর্থন। ভারতের বিরুদ্ধে আজকের মহারণে জয়ী হতেই লড়বেন টাইগাররা। এ লক্ষ্যে গত এক সপ্তাহে তারা প্রস্তুতিও সম্পন্ন করেছেন। ভারত বধের মাধ্যমে এবারের বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগার বাহিনী। ক্রিকেট পর্যবেক্ষকরাও বলছেন, টাইগারদের পক্ষে সবই সম্ভব।

এবারের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়টা জরুরি ছিল। গত পরশু সে জয় তারা পেয়েছে। তবে ইংল্যান্ডের এ জয়ে বাংলাদেশকে নতুন হিসেব কষে সাবধানী পদক্ষেপ নিতে হচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে পরাজয়ের পর ভারতের অজেয় মনোবলে আঘাত এসেছে। এই আঘাতে মনোবলে ছেদ ধরা ভারতের বিরুদ্ধে আজ টাইগাররা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। আর মানসিক শক্তি দিয়েই ভারত বধের মিশনে নামবেন টাইগাররা।

তা ছাড়া এর আগে আফগানিস্তানকে হারানোর পর নতুন উদ্যমে আছে টাইগাররা। এই জয় তাদের সাহস আরো বাড়িয়ে দিয়েছে। মহাশক্তিধর ভারতের শিবির ভেঙে দিতে প্রায় এক সপ্তাহ তারা নিজেদের তৈরি করেছে। নতুন প্রাণশক্তি নিয়েই আজ বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নামবে টাইগার বাহিনী।

ভারত এবারের বিশ্বকাপ ক্রিকেটে অন্যতম প্রধান ফেভারিট দল। শক্তিশালীও বটে। কিন্তু এই শক্তির কাছেও টাইগাররা দমে যাওয়ার মতো নয়। বাংলাদেশের কাছে ভারত ধরাশায়ী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট পর্যবেক্ষকরাও। পাকিস্তানি ক্রিকেটাররা ইতোমধ্যে ভারতকে বাংলাদেশের ব্যাপারে ছাড় দেয়ার সন্দেহ পোষণ করেছেন। সাবেক ক্রিকেটার বাসিত আলী এক টিভি সাক্ষাৎকারে ভারতের শক্তির কাছে টাইগারদের লড়াইকে হেয় করেছেন। পাশাপাশি বলেছেন, যে দলে বিশ্ব ক্রিকেটের প্রধান অলরাউন্ডার সাকিব খেলেন সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। ব্রিটিশ গণমাধ্যমও এমন ধারণা প্রকাশ করেছে। সব মিলিয়ে আজকের খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় অস্বাভাবিক নয়।

টাইগারদের দিয়ে বিজয় নিয়ে আসতে সাজ সাজ রব আছে সারা ব্রিটেনেই। ব্রিটেনের বিভিন্ন শহরে গতকাল টিকেট খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল সমর্থকরা। টিকেট পাননি অনেকেই। কিন্তু তারপরও তারা অপেক্ষায় নেই। আজ উপস্থিত হচ্ছেন অসংখ্য বাংলাদেশি সমর্থক এজবাস্টন স্টেডিয়ামে। কারো কাছ থেকে বিশেষত ভারতীয় নাগরিকদের কাছ থেকে চড়া দামে টিকেট কিনেও ম্যাচ দেখবেন তারা।

ব্রিটেনে টাইগাররা যেমন লড়ছে মাঠে, ঠিক তেমনি সমর্থকরাও প্রেরণা জোগাতে চায় ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকার করে গ্যালারিতে। মাঠের মহারণে বিজয় ছাড়া সমর্থকদেরও ধারণায় আজ আর বিকল্প কিছু নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন