রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তিন সামরিক মহড়ায় বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট  » «   গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «  

আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত



সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮জন।

নিহত একজন হচ্ছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মুহাম্মদ মনসুর (৩২), অন্যজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মো. আব্দুল আলিম (৪১)। প্রথম দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে, আল হায়ার ব্রিজের কাছে। মুহাম্মদ মনসুরসহ আটজন বাংলাদেশি জেবল আলীর একটি নির্মাণ সাইট থেকে গাড়িতে করে আল আইন ফিরছিলেন।

নিহতের স্বজনরায. জানান, হাইওয়ে দিয়ে চলার সময় আল হায়ার ব্রিজের কাছে অন্য একটি গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দিলে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। আহতদের মধ্যে মনসুরের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে আল আইন জিমি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের মধ্যে একজনের অবস্থা ‘গুরুতর’; তিনি আইসিইউতে চিকিৎসাধীন। নিহত মনসুর পেশায় ছিলেন একজন রঙমিস্ত্রী। তিনি পাঁচ বছর ধরে প্রবাসে ছিলেন এবং আগামী মাসে দেশে ফেরার কথা ছিল। তার লাশ বর্তমানে আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালককে আটক এবং তার গাড়ি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একই দিন রাতে আল আইন শহর থেকে ২৬ কিলোমিটার দূরে শেখ সাবরা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। প্রবাসী মো. আব্দুল আলিম (৪১) স্থানীয় একটি উট খামারে পাচকের কাজ করতেন। ওই রাতে খামারসংলগ্ন কাঁচা রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।
গাড়িটি তার দেহসহ প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন ওমানি নাগরিক। তাকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। বাংলাদেশে আব্দুল আলিমের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছেন। তার লাশও আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পুলিশি তদন্ত শেষে লাশ দুইটি দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন