রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «  

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি



গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এ যুদ্ধবিরতি চুক্তিটি হলে দুই পক্ষের সব জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী অবসানেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জুন), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ট্রাম্প বলেন, দ্রুত সময়ের মধ্যে তিনি উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবেন।

হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তারা যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করেছে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন