কানাডার ক্যালগরিতে ১১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় পাইনরিজ স্কুলের শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিশুর বাবা পার্থ মহন্তা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্থ মহন্তা বলেন, ঘটনার দিন সকালে তার ছেলে স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো স্কুলে যায়। তবে পরবর্তীতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বাড়িতে ফিরে আসে। এ ব্যাপারে স্কুলে যোগাযোগ করা হলে, এ ধরনের কোনো ঘটনা না দেখার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এদিকে শিশু নির্যাতনের ঘটনাটি কানাডার বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইতোমধ্যে দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ন্যক্কারজনক আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কানাডার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।