রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তিন সামরিক মহড়ায় বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট  » «   গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «  

লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস



লন্ডনের মেয়রের ‘হেলদি স্কুলস’ কর্মসূচিতে সবার চেয়ে এগিয়ে রয়েছে টাওয়ার হ্যামলেটস। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার প্রাপ্তিতে অন্যান্য অঞ্চলের তুলনায় সর্বাধিক সংখ্যক স্কুল এই বরোতেই পুরস্কৃত হয়েছে।

স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে শিক্ষকদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিতে এবং এই অর্জনকে উদযাপন করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল টাউন হলে আয়োজন করে ‘হেলদি লাইভস সেলিব্রেশন’ অনুষ্ঠান। এতে বরার ২৩০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন লন্ডনের ডেপুটি মেয়র জোয়ান ম্যাককার্টনি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ অ্যান্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার।

অনুষ্ঠানে ‘হেলদি স্কুলস লন্ডন’ পুরস্কার ছাড়াও ‘অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফ্রেন্ডলি স্কুল’ স্বীকৃতি এবং ‘ফ্যান্টাস্টিক ফুড ইন স্কুলস’ প্রশংসাপত্র প্রদান করা হয়। রয়্যাল ব্যালে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফাউন্ডেশন এবং স্থানীয় খামারের প্রাণীর উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “স্বাস্থ্যকর স্কুল অর্জনে টাওয়ার হ্যামলেটসের শীর্ষ অবস্থান আমাদের জন্য গর্বের। এটি আমাদের স্কুলগুলোর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। আজকের এই উদযাপন তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

লন্ডনের ডেপুটি মেয়র জোয়ান ম্যাককার্টনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো স্বাস্থ্য ও সুস্থতায় যে নেতৃত্ব দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সাফল্য পুরো কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। লন্ডনের মেয়রের হেলদি স্কুলস প্রোগ্রামের মাধ্যমে আমরা স্কুলগুলোকে এমন পরিবেশ গড়ে তুলতে সহায়তা করছি, যেখানে প্রতিটি শিশু স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে পারে।”

কাউন্সিলের ‘হেলদি লাইভস টিম’ স্কুলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করে। প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে তারা স্কুলে সুস্থতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস ।। 52banglatv

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন