আসন্ন হিজরি নববর্ষ উপলক্ষে আগামী ২৭ জুন, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের কর্মীরা বেতনসহ ছুটি পাবেন। এই ছুটির মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সনের সূচনা হবে।
যেসব কর্মী সাধারণত শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ভোগ করেন, তারা ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এরপর ৩০ জুন, সোমবার থেকে স্বাভাবিক কর্মসূচি পুনরায় শুরু হবে।
এর আগে চলতি জুন মাসের শুরুতে ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়েছেন আমিরাতের নাগরিক ও প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রণালয় (Mohre) ছুটির এই ঘোষণা দেয়। ছুটিটি দেশের সব বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। সেই হিসেবে বাংলাদেশি প্রবাসীরাও এ ছুটি ভোগ করবেন।
চাঁদের অবস্থান অনুসারে ইসলামি বা হিজরি বর্ষপঞ্জি নির্ধারিত হয়। মহররম মাসের প্রথম দিন থেকেই হিজরি নতুন বছর শুরু হয়।
এই ছুটির তারিখ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী নির্ধারিত হয়েছে।