মাহফিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, কাউন্সিলর, অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দারুল হাদীস লাতিফিয়া ব্রিটেনের একটি অন্যতম প্রাচীন দ্বীনি একটি প্রতিষ্ঠান। এখানে ইয়ার সেভেন থেকে জিসিএসই, এ লেবেল ও টাইটেল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলামের পাশাপাশি উচ্চতর ইসলামী শিক্ষা দান করা হয়। অত্যন্ত সফলতার সাথে ওফস্টেড রিপোর্টে আউটস্টান্ডিং ফিচারসহ বেশ কয়েকবার মাদরাসাটি মনোনীত হয়েছে ‘গুড’ স্কুল হিসেবে। মাদরাসায় ফুলটাইম আলিমী কোর্সে ৪ বছরে একজন শিক্ষার্থী হাদীস, তাফসীর, ফিকহ, আরবী ও ইসলামী শাস্ত্রের কিতাবাদী অধ্যয়ন করে এক জন পূর্ণ আলেম হিসেবে গড়ে উঠছেন। তাছাড়া হিফয শাখার মাধ্যমে এদেশে বেড়ে ওঠা প্রজন্ম মুখস্থ করছেন সম্পূর্ণ কুরআন, গড়ে উঠছেন হাফিযে কুরআন হয়ে।
ইংল্যান্ডের জমিনে আলেমে দ্বীন তৈরীতে নতুন প্রজন্মের জন্য গড়ে ওঠা এ মাদরাসার বিশাল অংকের কর্জে হাসানা আদায়ে কমিউনিটির সহযোগিতার জন্য আগামী ৯ই মার্চ রবিবার, ৯ রামাদ্বান, চ্যানেল এস (স্কাই ৭৭৭) এ বিকাল ৫টা থেকে রাতব্যাপী আয়োজন করা হয়েছে ফান্ড রেইজিং আপিলের। এতে ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
অনলাইন ডোনেশন লিংক:
https://campaigns.givebrite.com/latifiah-25
ডোনেশন প্রজেক্ট:
1. ডোনার ওয়ালে নাম- £1000
2. মুসাল্লাহ – £500
3. মাইক সিস্টেম – £8000
4. ওয়াল টাইলস – £10000
5. সংস্কার কাজে অংশগ্রহণ – £100
ভিজিট ওয়েবসাইট:
www.darulhadis.org.uk
কখনও বৃদ্ধ হবেন না ! বৃদ্ধাশ্রম । বাবা-মা । মানবিক জীবন। সময় ও জীবন । Care Home।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ