বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু আছেন। তারা সবাই সুস্থ আছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানান। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল। তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বুধবার দিনগত রাতে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে নেওয়া হবে। ইতোমধ্যে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২টা ৩৯ মিনিটে পৌঁছে গেছে এবং নাগপুরে অপেক্ষমাণ যাত্রী নিয়ে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্য রওয়ানা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।