বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

শেখ হাসিনার উদ্দেশ্যে এক প্রবাসী বাংলাদেশির চিঠি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সুলতান খান

মাননীয় শেখ হাসিনা, প্রিয় নেত্রী।
বিগত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত অরাজকতা সংঘটিত হল, যার ফলে দেশের মানুষের জান মাল রক্ষার্থে আপনি সিদ্ধান্ত নিয়ে আজ বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন। আল্লাহর অশেষ শুকরিয়া আপনি নিরাপদে আছেন।

আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করছি। কারণ আপনি এখনো কেবল আওয়ামী লীগের দলের নেতা-কর্মী, কিংবা অনুসারী নয়, বাংলার প্রগতিশীল মানুষের শেষ আশ্রয়স্থল।
আপনি এই বাংলাদেশের মেয়ে, বোন, মা ও অগণিত মানুষের প্রাণপ্রিয় নেত্রী। আপনি আবারও শিগগিরই দেশে ফিরবেন এটাই মানুষের প্রত্যাশা।

৫ ই আগস্ট এর পর থেকে আজ অবধি দেশে যে অরাজক অবস্থা বিরাজ করছে, তাতে দেশের অতুলনীয় ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বাংলাদেশকে অন্তত ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
এমতাবস্থায়, অত্যন্ত ভেবেচিন্তে নিজেদের কর্মকৌশল নির্ধারণ করা দরকার। পনের বছর টানা ক্ষমতায় থাকলে কিছু ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

আমি মনে করি শুধু পার্টির লোকজনদের সাথে আলাপ আলোচনা না করে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিন। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা বলার পাশাপাশি ৫ আগস্ট এর আগে ও পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যে প্রাণহানি ঘটেছে তার জন্য অনুতপ্ত হওয়াটা স্বাভাবিক। সংখ্যায় একজন হলেও এটা মেনে নেয়া যায় না। মানুষ জনের অকাল মৃত্যুতে আমরা সবাই মর্মাহত, দুঃখিত ও শোকাহত। আওয়ামী লীগের লোকজনদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তারও বিচার হওয়া উচিৎ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন।

তবে এটাও তো সত্য যে, এই সব কিছুই ছিল একটি রাজনৈতিক গোষ্ঠীর মাষ্টার প্লান। “And it was meticulously planned”। বর্তমানে এই গোষ্ঠীর পরিকল্পনা হচ্ছে তাদের লোকদের দিয়ে বিভিন্ন নামে B,C, D টিম/ পার্টি গঠনের মাধ্যমে রাজনীতির মাঠকে দখল, নিয়ন্ত্রণ, ঘোলাটে করে দেওয়া এবং যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ। এ ব্যাপারে সবার সচেতন হওয়ার সময় এসেছে।
পাশাপাশি আপনার দলের কিছু কিছু মানুষের যে ভুল-ভ্রান্তি ছিল তারও আলোচনা-সমালোচনা করুন, তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নিতে না পারার জন্য অনুশোচনা করা উচিত। এটাও জানান, আপনি সব সময় দুর্নীতিমুক্ত, আদর্শের প্রতি আস্থাশীল, কর্মঠ নেতা-কর্মীদের কাছে টানা, দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন; উদাহরণ হিসেবে প্রতিবার মন্ত্রিসভা গঠন করার সময় সে বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে, সেটা স্পষ্ট করে জানান। এটাও স্বীকার করা প্রয়োজন যে তাদের অনেকে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে, অনেকেই দুর্নীতিতে জড়িয়েছে।

এ সবের পরও আপনার হাতে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিস্ময়কর। সারা বিশ্ব সেটা দেখেছে। এবার আগামীর জন্য দেশের মানুষের কাছে একটিই অঙ্গীকার করুন। বলুন, অতীতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, দেশকে দরিদ্রমুক্ত, আশ্রয়হীন মুক্ত করার অঙ্গীকার করেছিলেন। সেটা করেও দেখিয়েছেন। এবার একটি অঙ্গীকার করুন, আবার সুযোগ পেলে দেশকে দুর্নীতিমুক্ত করবেন। বঙ্গবন্ধু দুর্নীতিকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু তিনি সময় পাননি। এবার অন্তত চেষ্টা করবেন সবাইকে নিয়ে।

সাথে সাথে দেশের মানুষ কে ধর্য্য ধারণ করার আহ্বান জানান।

জাতিকে জানান দিন, আগামীতে কিভাবে আপনি দেশে সত‍্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠায় নেতৃত্ব বা সহায়ক ভূমিকা রাখবেন। আপনি যে উন্নয়ন করেছেন দেশের তা অকল্পনীয় তাও আপনি তুলে ধরুন।
যতটুকু দেখা যাচ্ছে, একটি গোষ্ঠী দেশে দখলদার বাহিনী হিসেবে বেমালুম অন্যায় অবিচারে লিপ্ত। দেশকে আবার জঙ্গীধারা, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চায়। এতে করে দেশে একটি ধর্মীয় হানাহানি সৃষ্টির সমূহ আশঙ্কার রয়েছে, যেটি এখন পাকিস্তানে অহরহ ঘটছে।

এ পরিস্থিতি নিয়ে আমার মত অনেকেই দেশের বাহিরে থাকা মানুষ আজ উদ্বিগ্ন। যতটুকু বুঝি রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার, নিরাপত্তা, শৃঙ্খলা, মুক্তচিন্তা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সহনশীলতা; সবই আজ এক অকল্পনীয় হুমকির সম্মুখীন। মানুষ আতংকের মধ্যে বসবাস করছেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে।
আশা করি আপনার সুন্দর ও সময় উপযোগী বক্তব্য দেশের জনগণ ও দলের হাজার হাজার নেতা-কর্মীর মধ্যে আবার আশার আলো জাগাবে। কিছুটা হলেও সমাজের উদ্বেগ, উৎকণ্ঠা প্রশমিত করবে।
মনে রাখবেন। আপনি জাতির জনকের কন্যা। এ জাতির প্রতি আপনার দায় কম নয়। জাতির মধ্যে নানা মত ও পথের মানুষ আছে, থাকবে। সবাই আপনাকে সম্মান করবে না, আবার কেউ কেউ আপনার জন্য জীবন দিয়ে দেবে। কেউ কেউ বেয়াদবি করবে। এই বেয়াদবদের জন্য আপনি কি সবার প্রতি নাখোশ হবেন?

জাতীয় স্বার্থে ও জাতির জনকের স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ঐক্যবদ্ধ করার বিকল্প নাই।
আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ইতি,
অল্ডারম্যান সুলতান খান, প্রবাসী বাংলাদেশি। জাতির জনক বঙ্গবন্ধুপ্রেমী।
সাবেক কাউন্সিলর বিস্টল সিটি কাউন্সিল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক