মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।তিনি স্ত্রী নাগিনা চৌধুরী, ছেলে নাদিম চৌধুরী, আমেরিকায় বসবাসরত মেয়ে ইনা চৌধুরী সহ , ছোট ভাই ইফতেখার আহমদ চৌধুরী ,দুই বোন নাসিম এ হাই . নিনা আহমদ সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ইনাম আহমদ চোধুরী সিলেট জেলার গোলাপগন্জ উপজেলার ঢাকা দক্ষিণ উপজেলার বারকোট গ্রামের সাবেক সিএসপি ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী দ্বিতীয় সন্তান । তার অপর তিনভাই বড়ভাই সাবেক পররাষ্ট্র সচিব মরহুম ফারুক আহমদ চৌধুরী, ছোট ভাই সাবেক রাস্ট্রদূত মাছুম আহমদ চৌধুরী, ছোট ভাই তত্তাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী ।