শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলার এলেঙ্গায় টিন মার্কেটে প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে বলে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান।
তিনি বলেন, “হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।”
এলেঙ্গার বিক্রয়কেন্দ্রটির কর্ণধার মীর মাসুদ রানা বলেন, “উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল, হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। একটা মহামারী অবস্থা ধারণ করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিল। পরীমনি আসলে না কি সমস্যা হবে। পরীমনি এল না কি রক্তের বন্যা বয়ে যাবে। এ নিয়ে বিভিন্ন মসজিদেও আলোচনা হয়েছে।
“বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশও আমাদেরকে আপাতত নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেইসবুকে দেখেছি তাদের (হেফাজতে ইসলাম) কর্মসূচিটিও বাতিল করেছে।”
মীর মাসুদ বলেন, “১০-১২ দিন ধরে প্রচার চালিয়েছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।”
এ বিষয়ে সন্ধ্যায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে শোরুম উদ্বোধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে হারল্যান থেকে আমাকে জানানো হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।”

এ নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা বা মজলিস না করার জন্য তিনি ইমাম, আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, “শোরুম কর্তৃপক্ষ আমার কাছে অনুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেওয়া হয়েছিল, সেখানে যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল। তারা প্রোগ্রামটি করতে পেরেছিল কি না, বিষয়টি জানায়নি।”
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, “এতো চুপ করে থাকা যায় নাকি!!!
পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!
মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!?
কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে !
তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ???
এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”