সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
‘জুলাই শহিদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’ পাবে মাসিক ২০ হাজার টাকা ভা  » «   লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «   প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি  » «   চরমোনাই পীরের অফিসে গিয়ে মির্জা ফখরুলের বৈঠক: ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে ঐক্যমত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশে  শিক্ষকদের নিপীড়ন, লাঞ্চনার বিরুদ্ধে লন্ডনে ক্ষোভ ও প্রতিবাদ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

শিক্ষকদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে এর কার্যকরি কমিটির এক সাধারণ সভা ১৩ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ফয়ছল আহমদ রুহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভির সঞ্চালনায় সভায়  ফাউন্ডেশনের কর্মকতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ফাউন্ডেশনের পক্ষ থেকে  বাংলাদেশে সাম্প্রতিককালে শিক্ষকদের নিপীড়ন, লাঞ্চনা ও অসম্মান এর  তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

এসময় বক্তার বলেন, মানুষ গড়ার কারিগরদের  প্রকাশ্যে   লাঞ্চিত ও  অসম্মান করার মানে হলো-নিজের সমাজকেই অসম্মানীত করা। সমাজের কিছু স্বার্থলোভি ব্যক্তিদের প্ররোচনায় শিক্ষার্থীরা প্রলুদ্ধ হয়ে বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে যেভাবে শিক্ষকদের অপমানিত করা হয়েছে- তা কোন সভ্য সমাজে কাম্য নয়।

বক্তারা এইসব ন্যক্কারজনক ঘটনায় অভিভাবক ও সুশীল শ্রেণীর  নিরবতায় বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন- আলোকিত সমাজ বিনির্মাণে যে শিক্ষক সবচেয়ে বড় ভূমিকা রাখেন তাঁকে লাঞ্চিত করে আমরা কোন ধরণের সমাজ ও প্রজন্ম আশা করি! সর্বপরি সংখ্যাগরিষ্ট  শিক্ষার্থীদের পিতা-মাতাদের নির্লিপ্ততা একটি অন্ধকার সমাজের চিত্রের ইঙ্গিত করে।

সভায় টি আলী স্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে  শিক্ষকদের সম্মান ও ভালোবাসার জায়গায় আপোষহীন থাকা সহ এসব বিষয়ে সামাজিক ক্যাম্পেইন চালুর এর প্রতি গুরুত্ব আলোপ করা হয়।

ফাউন্ডেশনের ধারাবাহিক ইভেন্ট  ‘টি আলী স্যার ফাউন্ডেশন এওয়ার্ড’ এর বিস্তারিত অবহিত করে বলা হয় ২০২২ সাল থেকে ফাউন্ডেশনটি এ পর্যন্ত সিলেট বিভাগের তিনটি জেলায় মোট ৫৬জন অবসর প্রাপ্ত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে  সম্মাননা প্রদান করেছে। ইতিমধ্যে  ২০২২ সালে সিলেট জেলার ১২টি উপজেলার ২৪জন, ২০২৩ সালে হবিগঞ্জ জেলার ৯ উপজেলার ১৮ জন ও ২০২৪ সালে  মৌলভীবাজার জেলার ৭ উপজেলার ১৮জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে  বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে   সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রতি বছর ফাউন্ডেশন  ‘টি আলী স্যার সম্মাননা পদক‘ ও ‘টি আলী স্যার বিশেষ সম্মাননা পদক‘- এই  দুটি ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে  নির্বাচিত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও শিক্ষকদের জীবনী ফ্রেমবন্দি করে প্রদান করে থাকে।

সভায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অস্বচ্ছল শিক্ষকদের  ‘রমজানে ভালোবাসার উপহার‘ সহায়তা প্রকল্পটিতে  অন্যান্যদের সম্পৃক্ত করণের বিষয়ে আলোচনায় ফাউন্ডেশনের ট্রাস্টিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়- সকলের সহযোগিতায় এই প্রকল্পটি প্রচারবিহীনভাবে অবসরপ্রাপ্ত নিডি শিক্ষকদের কল্যাণে কাজ করছে। যা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফাউন্ডেশর  অসুস্থ শিক্ষকদের চিকিৎসা সেবায় প্রচারবিহীন কাজের বিস্তারিত ও  ২০২৫ সালের সিলেট জেলার সম্মাননা পদকের মনোনয় কার্যক্রমের অগ্রগতি অবহিত করে সকলের পরামর্শ গ্রহণ করা হয়।

টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের  বাংলাদেশ এর সমন্বয়ক সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩১ ডিসেম্বর অবসরে ( এলপিআর) গেছেন। তাঁর অবসর জীবন মানবিক ও প্রেরণাদায়ী কাজে আরও সমৃদ্ধ হওয়ার দোয়াসহ সর্বাত্নক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বলা হয়- গুণী এই শিক্ষকের নিরলস শ্রম ও মেধায় টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে প্রাতিষ্ঠানিকভাবে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত হতে পেরেছে ।

সভায় ২০২৫ সালে সামার হলিডেতে কমিউনিটির বিশিষ্টজন ও ট্রাস্টিদের  উপস্থিতিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ২০২৪ সালের এওয়ার্ড প্রাপ্তদের তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং টি আলী স্যার ফাউন্ডেশনডটকো ডটইউকে ওয়েভসাইট এর চলমান কার্যক্রম অবহিত করা হয়।

সভায় ট্রাস্টি ও কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক প্রভাষক নুরুজ্জামান জামান, প্রতিষ্ঠাতা সভাপতি ছরওয়ার আহমদ, সহ সভাপতি নাজমুল ইসলাম তাপাদার, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম ,সহ কোষাধ্যক্ষ শফিকুর রহমান ছুটো, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, নির্বাহি সদস্য ফারুক উদ্দিন ও ওহিদুর রহমান চৌধুরী। এছাড়াও বার্মিংহাম থেকে অনুষ্ঠানে যোগ ও বক্তব্য রাখেন ডোনার কবির আহমদ ও ট্রাস্টি মো: তারিকুল ইসলাম।

রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন আনোয়ার ইব্রাহিম | 52Bangla TV

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন