বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন।
নেতানিয়াহুকে বন্ধু সম্বোধন করে বাইডেন বলেন, ‘যদিও আমরা অনেক বিষয়ে পুরোপুরি একমত নই, তবু আমার বন্ধু বিবি নেতানিয়াহুকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। ফিলিস্তিনি হিসেবে অভিহিত একটা বড় অংশের স্বাধীনভাবে জীবনযাপনের কোনো জায়গা নেই। নেতানিয়াহুকে তাদের সমস্যা সমাধানের একটি উপায় খুঁজে বের করতে হবে।’
এদিকে, শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মি মুক্তির বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কেটেছে। এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন তিনি। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন বলেও নেতানিয়াহু জানান। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার।
উল্লেখ্য, গতকাল সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে। এ কারণে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সূত্র: রয়টার্স